যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচারের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিনেরও বিচার করতে চান এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। রবিবার চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকার নিজ বাস ভবনে সাংবাদ সম্মেলনে এ কথা বলেন অলি।
কর্নেল অলি বলেন, ‘যুদ্ধাপরাধের দায়ে গোলাম আজমের যে ভাবে ট্রায়াল হয়েছে, ঠিক সেভাবে সিইসিরও ট্রায়াল করা হবে। মানবাধিকার হরণ, জনগণকে ভোট থেকে বিরত রাখা এবং জনগণের উপর নির্যাতনের অপরাধে সিইসি’র বিচার করা হবে।’
অলি বলেন, ‘গোলাম আজমের মতো তাকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বাচনে কারচুপিতে যারা জড়িত ছিল তাদের বিচারও একদিন জনগণ করবে। অবশ্যই তাদের জনরোষে পড়তে হবে। তাদের যে নালে উৎপন্ন, সে নালে বিনাশ হবে।’
তিনি বলেন, বাংলাদেশ যে স্বাধীন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেটা অনুভব করতে পারছি না। বর্তমানে আমি একজন পরধীন ব্যক্তি। ব্রিটিশ আমলে যেভাবে ব্রিটিশদের গোলাম ছিলাম, এখন আওয়ামী লীগের গোলাম হয়ে বসবাস করছি।’
বিএনপি’তে যোগদানের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি একটি বড় দল। আর এলডিপি দেশের নিবন্ধিত পঞ্চম বৃহৎ রাজনৈতিক দল। এ দলে সাবেক বেশ কয়েকজন এমপি-মন্ত্রী আছেন। প্রেসিডিয়াম এবং অঙ্গদলগুলোও অত্যন্ত শক্তিশালী। সুতরাং যোগ্যতা অনুযায়ী তাদের মনোনয়ন তথা মূল্যায়নের জন্য আলোচনার প্রয়োজন আছে। আমারও একটা সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তখন সেটি আমাদের দলীয় ফোরামে আলোচনার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা এলডিপি সভাপতি কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ /মাহবুব/ রশিদা