জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে 'গণতন্ত্রের বিজয় দিবস' পালনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডির রাসেল স্কয়ারে তৈরি হয়েছে আওয়ামী লীগের দুই সমাবেশ মঞ্চ।
মঙ্গলবার বেলা আড়াইটায় দুই মঞ্চেই সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে মাগরিবের আগে শেষ হওয়ার কথা রয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা থাকলেও আওয়ামী লীগ মঞ্চ করেছে ওই সড়কে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে। আর রাসেল স্কোয়ারের মঞ্চটি হয়েছে লেকের পাড়ে গাড়ি রাখার স্থানে।
দুপুরের আগেই ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্ষিপ্তভাবে নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে শুরু করেছেন।
এদিকে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করা বিএনপিও এদিন নয়া পল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে। দিনটি তারা পালন করছে 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ