রাজধানীর সেগুনবাগিচায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার দুই নারীসহ ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালের এ হামলার ঘটনায় সন্ত্রাসী কাজলসহ ৯ জনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি শটগান উদ্ধার করা গেলেও হামলাকারীদের মূল হোতা জাকির ও তার ছেলে হৃদয় পালিয়ে গেছে।
আহতরা হলেন- গুলিবিদ্ধ মো. রতন (৪০), ছোট বোন আঞ্জুমনআরা লিজা (৩৫), এবং ইটপাটকেলে আহত হয়েছে রতনের স্ত্রী নাইনুর নাহার ইতি (৩০), ভাড়াটিয়া জাহিদ (২৫) ও সোহেল (৩০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাইনুর নাহার ইতি জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে জাকির ও তার ছেলে হৃদয় অর্ধশতাধিক ভাড়াটিয়া মাস্তান নিয়ে তাদের সেগুনবাগিচার জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তাদের শটগানের গুলিতে দুজনসহ ৫ জন আহত হন।
র্যাব-৩ এর ডিএডি মো. ইউনুস আলী জানান, ঘটনার পর অভিযুক্ত জাকিরের বাসায় অভিযান চালিয়ে ৯ সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছ থেকে শটগান ও গুলির খোসা উদ্ধার করা হয়। তবে জাকির ও তার ছেলে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব