‘পাকিস্তান প্রীতির’ কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দল থেকে বের করে দিতে দলটির শীর্ষ নেতাদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, তবেই বিএনপি সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় আসতে পারবে।
মঙ্গলবার দশম জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মঞ্চে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা।
বিএনপি চেয়ারপার্সনের কড়া সমালোচনা করে হানিফ বলেন, “৭ মার্চ যে জায়গায় বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, ১৬ ডিসেম্বর যে জায়গায় পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ করার কথা ছিল। বিএনপি সুপরিকল্পিতভাবে ওখানে সমাবেশ করার ঘোষণা দিয়ে আমাদের সমাবেশ পণ্ড করে দেয়।
তিনি বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীনতার স্মৃতি বিজড়িত ওই জায়গায় পাকিস্তানের দালাল খালেদা জিয়া ও তার দলের সভা সমাবেশ করার কোনো নৈতিক অধিকার নেই।”
খালেদাকে বাদ দিয়ে বিএনপিকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, “খালেদা জিয়া মনেপ্রাণে পাকিস্তানি। আমি বিএনপি নেতাদের বলব- অবিলম্বে এই পাকিস্তানি খালেদা জিয়াকে দল থেকে বের করে দিয়ে দলকে ঢেলে সাজান। তাহলে সত্যিকার বিরোধীদল হিসাবে মানুষ আপনাদের গণ্য করবে।”
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব