রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কাস্টমস হাউজ অভিযান চালিয়ে ৬ কেজি সোনার বার উদ্ধার করেছে। আর এসব সোনা পাচারের সাথে জড়িত থাকায় মো. জসিম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কাস্টমসের সহকারী কমিশনার শহিদুজ্জামান জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় ডমেষ্টিক ফ্লাইট, রিজেন্ট এয়ার ওয়েজের আর এক্স-০৭৮৭ নং ফ্লাইট ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজ অভিযান চালিয়ে ৫০টি সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোন ওজন ৬ কেজি হবে বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শহিদুজ্জামান।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন