চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় দীলিপ ব্যানার্জি (৫৫) নামের এক রেলওয়ে কর্মচারি নিহত হয়েছে।
তিনি রেলের সিআরবিতে ইঞ্জিনিয়ারিং বিভাগে পিয়ন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টায় সদরঘাট থানার পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সদরঘাট থানার উপপরিদর্শক ইউসুফ ভূঁইয়া।
তিনি বলেন, অফিস থেকে বাসায় ফেরার পথে সদরঘাট থানার পোস্ট অফিস এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পটিয়া উপজেলার গোবাতলী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই নগরীর সদরঘাট থানার আলকরণ দোভাষ কলোনির হাসিনা ভবনে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন