মানবতাবিরোধী অপরাধে আপিলে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ব্যরিস্টার তুরিন আফরোজ বলেছেন, এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।
বুধবার সকালে নিজামীর ফাঁসির রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, রায়ে প্রত্যেক বাঙালির গর্ব করা উচিত।
এর আগে, বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ নিজামীর ফাঁসির রায় বহাল রাখে।
তুরিন আফরোজ বলেন, ‘একাত্তরে রিং লিডার ভূমিকা পালনকারী নিজামীর ফাঁসির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায় বহাল রেখে দেশের উচ্চ আদালত বিশ্বের বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকালে যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্বে আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল তার রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।’
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব