জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় রাজশাহীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ। আজ বুধবার দুপুরে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর জিরোপয়েন্ট, মনিচত্বর, মালোপড়া ভুবন মোহনপার্কের সামনে দিয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান। এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ, সাধারণ সম্পাদক রাজিবসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ