বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টেকনিশিয়ান আবদুস সাত্তারকে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি ১৬ কেজি সোনা পাচারের অভিযোগে ওসমান হারুন, আনোয়ার পারভেজ, আনোয়ারা বেগম ও নাহিদা ফারজানা নামে বাংলাদেশ বিমানের চার যাত্রীকে গ্রেফতার করেছিলেন শুল্ক গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্যমতে আবদুস সাত্তারকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির এসি মঞ্জুর মোর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তে বিমানের টেকনিশিয়ান আবদুস সাত্তারের ১৬ কেজি সোনার পাচারের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। সাত্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন