সিলেটে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে রেস্টুরেন্টের মালিকসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ২টার দিকে ওসমানী মেডিকেল রোডের আল বাহার রেস্টুরেন্টে হামলার এ ঘটনা ঘটে।
রেস্টুরেন্টের মালিক আহত রায়হান আহমদ জানান- মেডিকেল রোড এলাকার কয়েকজন সন্ত্রাসী কয়েক দিন থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে গতকাল বুধবার সন্ত্রাসীরা এসে রেস্টুরেন্টে হামলা চালায়। এতে তিনি ও তার রেস্টুরেন্টের দুই কর্মচারী আহত হন।
কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন