এখন থেকে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইসলামী ঐক্যজোটের কোনো প্রকার সম্পর্ক নেই বলে জানিয়েছেন দীর্ঘদিন ধরে ২০ দলীয় জোটের সঙ্গে থাকা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেন।
জোট ছাড়ার কারণ হিসেবে এক প্রশ্নের জবাবে আবদুল লতিফ নেজামী বলেন, দলকে সময় দেওয়া ও গোছানোর জন্য আমরা জোট ছেড়ে বেরিয়ে এসেছি।
সরকারের কোনো চাপ ছিলো কিনা, প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট ছাড়ার পিছনে সরকারের কোনো চাপ ছিলো না। আমরা দলের প্রয়োজনেই জোট ছেড়েছি। বিএনপি’র ওপরও আমাদের কোনো অভিযোগ নেই।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন