সিলেটে সড়ক ও জনপথের (সওজ) উপ বিভাগীয় প্রকৌশলী আবুল বরকত মো. খুরশিদ আলমের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় হামলায় নেতৃত্বদানকারী ঠিকাদারসহ ১৯ জনকে আসামী করা হয়েছে। গতকাল বুধবার রাতে আক্রান্ত প্রকৌশলী খুরশিদ আলম বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
মামলায় এজহারনামীয় আসামিরা হলেন: সওজের ঠিকাদার আকবর আলী, মোজাম্মেল হোসেন নান্টু, আবদুর রহিম ও কয়েস। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, এখনো কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, নিম্নমানের কাজের প্রতিবাদ করায় গতকাল বুধবার বিকেলে সওজের প্রকৌশলী আবুল বরকত মো. খুরশিদ আলমের ওপর হামলা চালান ঠিকাদার আকবর আলী ও মোজাম্মেল হোসেন নান্টু। তাদের নেতৃত্বে হামলায় অংশ নেয় একদল যুবক। এতে প্রকৌশলী খুরশিদ ছাড়াও তার অফিসের দুই সহকারি আহত হন।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা