অষ্টম জাতীয় বেতন কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটের সংশোধন এবং প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন না করলে আগামী সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকেরা।
চলমান কর্মবিরতির পঞ্চম দিনে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবির বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করবেন না বলেও অঙ্গীকার করেন তারা।
চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. কাজী খসরুল আলম কুদ্দুসীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চবির জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, বনবিদ্যা ইনিস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান, প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার, মাইক্রোবায়ালজি বিভাগের অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন, দর্শন বিভাগের অধ্যাপক ড. ইকবাল শাহীন খান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. নাজনীন নাহার ইসলাম, আইন বিভাগের শিক্ষক জসিম আলী চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, অষ্টম বেতন কাঠামোর গেজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সপ্তম জাতীয় বেতন কাঠামোর অনুরূপ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা, সপ্তম জাতীয় বেতন কাঠামোতে বিদ্যমান সুযোগ-সুবিধা কোনোভাবে না কমানো এবং অষ্টম জাতীয় বেতন কাঠামোতে যে সুপার গ্রেড সৃষ্টি করা হয়েছে তাতে সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে একটি অংশকে উন্নীত করার আশ্বাসের প্রতিফলন না হওয়ায়, শিক্ষকদের অবস্থানগত মর্যাদা ক্ষুণ্ন করায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব