রাজধানীর মালিবাগ রোডের সোহাগ কাউন্টারের সামনে ইসতিয়াক আহম্মেদ (৫২) নামে এক পথচারীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ইসতিয়াক আহম্মেদ খিলগাঁও চৌরাস্তার ৩৪ নম্বর রোডের ৫২/১ নম্বর বাসায় থাকেন।
তার স্ত্রী সালমা বেগম জানান, তার স্বামী বাড্ডার আকু বোর্ড বিল্ডার্স নামে একটি কোম্পানিতে চাকরি করেন। রাতে একটি অনুষ্ঠানে মৌচাকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে রিকসাযোগে বাসায় ফেরার পথে মালিবাগ সোহাগ কাউন্টারের সামনে ৩-৪ জন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খিদমা হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, ইসতিয়াক আহম্মেদকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ