আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার অনুষ্ঠিত হবে।
দলটির জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করতে এ সভা আহ্বান করা হয়েছে বলে শুক্রবার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র বলছে, আগামী ফেব্রুয়ারিতে দলটির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার সন্ধ্যায় এ সভা ডাকা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে ঊর্ধ্বতন নেতারা উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন