সিলেটের খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় সন্ত্রাসীদের হামলায় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলের দুই কর্মচারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় হামলার এ ঘটনা ঘটে।
এলাকাবাসী নিহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।
শাহ্পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী এ খবর নিশ্চিত করে জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন