রাজধানীর কামরাঙ্গীচরের কোম্পানিঘাট এলাকায় চলন্ত ইজি বাইকে গায়ে জড়ানো শীতের চাদর পেঁচিয়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন