শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী জবা আক্তার (১০) নামের সেই শিশু গৃহকর্মী শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে গৃহকর্তা ও তার মেয়েদের নির্যাতন সইতে না পেরে গতকাল শুক্রবার সকালে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জবা।
ঘটনার পর গৃহকর্তা কল্লোল আহমেদ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
গতকাল ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল জানান, আগুনে জবার খাদ্যনালীসহ শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।
শুক্রবার হাসপাতালে আনার পর জবা বলতে থাকে, ''আমি মইরা যামু, বাঁচতে চাই না। ওগো লাইগা আমি আত্মহত্যার চেষ্টা করছি।''
সে জানায়, বাড়িওয়ালা ও তার মেয়েরা তাকে নিয়মিত নির্যাতন করত। পালিয়ে আসতে চাইলেও পারতো না। নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
দেড় বছর আগে বগুড়া থেকে জবা ঢাকায় কল্লোল আহমেদের বাসায় কাজে যোগ দেয়। সিদ্ধেশ্বরীর একটি অ্যাপার্টমেন্টের আট তলায় কল্লোল আহমেদ পরিবারসহ বাস করেন।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ