একুশে টেলিভিশনের (ইটিভি) হেড অব নিউজ ইব্রাহিম আজাদ বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর-এ যোগ দিয়েছেন। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে নিউজ টুয়েন্টিফোরে হেড অব নিউজ হিসেবে যোগ দেন তিনি। ইব্রাহিম আজাদ ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে প্লানিং এডিটর হিসেবে যোগ দিয়ে সম্প্রচার মাধ্যমে কাজ শুরু করেন।
একুশে টেলিভিশন বন্ধের পর একই পদে এটিএন বাংলায় যোগ দেন ইব্রাহিম আজাদ। এরপর এটিএন বাংলায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একুশে টেলিভিশন নতুন মাত্রায় সম্প্রচার শুরু করলে তিনি বার্তা সম্পাদক পদে পুরনো প্রতিষ্ঠানে ফিরে যান। পরে হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাজীবী হিসেবে ইব্রাহিম আজাদ কর্মজীবন শুরু করেন প্রিন্ট মিডিয়ায়। ভোরের কাগজের মাধ্যমে পেশাজীবন শুরু করা এ সংবাদকর্মী প্রথম আলোয় প্রতিষ্ঠালগ্ন থেকে সিনিয়র রিপোর্টার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ