রাজধানীর ধানমণ্ডিতে নাইমুর রশিদ (১৭) নামে আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল রোডে অবস্থিত আইডিয়াল কলেজের সামনেই এ ঘটনা ঘটে। গুলিটি নাইমুরের পায়ের গোঁড়ালিতে লাগে।
আহত নাইমুর রশিদ কলাবাগান সার্কুলার রোডের বাসিন্দা এবং আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথমবর্ষের শিক্ষার্থী।
গুলিবিদ্ধ নাইমুর জানান, গত ৭ জানুয়ারি কলেজের সামনে একটি ভ্রাম্যমাণ চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় নাইমুরের এক বন্ধুকে মারধরও করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এরই সূত্র ধরে শনিবার দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী পলক ও বহিরাগত রোমানসহ ১০-১২ জনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি চালায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, নাইমুর বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব