যশোর শহরের গাড়িখানা সড়কের ক্যালট্যাক্স পেট্রল পাম্প এলাকায় আজ দুপুরে অভিযান চালিয়ে কয়েকটি ককটেল তৈরির সরঞ্জাম, লাঠিসোটা ও রড উদ্ধার করেছে পুলিশ। যে ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, সে ঘরটি সৈনিক লীগের যশোর শহর শাখার সাধারণ সম্পাদক কাকন নিজের অফিস হিসেবে ব্যবহার করেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী।
গতকাল রাত ৯টার দিকে এই অফিস থেকেই কাকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল-২৪ এর একটি গাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তাদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন চ্যানেলটির স্থানীয় ক্যামেরাম্যান রিপন হোসেন ও গাড়িচালক আলাউদ্দিন। তাদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার প্রেক্ষিতে আজ পুলিশ কাকনের অফিসে অভিযান চালায় বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা