বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘সরকার নিজেরা তাণ্ডব, রাহাজানি আর লুটপাট করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা আনন্দ করছে। আর তাদের আনন্দের ঢাক-ঢোল পেটাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জেনেও আমরা শুধুমাত্র গণতন্ত্রের সামান্য পরিসরে প্রবেশ করতে পৌর নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু তাতেও নির্বাচন কমিশন সরকারের ইচ্ছে পূরণে ব্যস্ত ছিল।’
শনিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রধানের ভাইকে বিজয়ী করতে নোয়াখালীর চৌমহনী পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাকে গণসংযোগ করতেও বের হতে দেওয়া হচ্ছে না। সরকার ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এতে করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। সেখানে বিএনপি প্রার্থীকে পরাজিত করতে যা যা করা দরকার তাই করছে সরকার। অথচ সেখানে বিএনপি প্রার্থীই এগিয়ে আছেন।
রিজভী বলেন, নরসিংদীর মাধবদী পৌরসভাতেও সরকার ভোট ডাকাতি করার চেষ্টা করছে। সেখানেও তাণ্ডব চালানো হচ্ছে। বিএনপির প্রার্থীকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সংবিধানিক দায়িত্ব পালন না করে ইসি সরকারের আজ্ঞাবহ হিসেবে তাদের চাকরির মেয়াদ শুধু দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করে বিএনপি নেতা রিজভী আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত সন্ত্রাস চলছে তা দ্রুত বন্ধ করতে হবে। তা না হলে স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলোতেও সুষ্ঠু নির্বাচন হবে না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ শাহীন শওকত, কাজী হেনা, মহানগর সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা