বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দেশ বরেণ্য কবি আল মাহমুদকে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে শনিবার রাতে জানান কবির পুত্র শরীফ মাহমুদ।
তিনি বলেন, ‘গত ৬ জানুয়ারি বাবা ঠাণ্ডা ও জ্বরের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর ৭ জানুয়ারি বিকেলে আমরা তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানেই আছেন।’
শরীফ মাহমুদ আরও জানান, 'বাবা বর্তমানে ভালো আছেন। তবে বাসায় নিয়ে যাওয়ার মত নন। কর্তব্যরত চিকিৎসক প্রফেসর আব্দুল হাই এর অনুমতি পেলেই বাবাকে বাসায় নিয়ে যাব। তবে আরো কয়েকদিন সময় নেবে বলে ধারণা করছি।’
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব