রাজধানীর হাজারীবাগে চা-পুরির টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারীবাগের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চা বিক্রেতা জাহাঙ্গীর হোসেন (৪৫), তার স্ত্রী পারভীন আক্তার (৩৮), ছেলে মো. সুজন (২২) ও সজল (১৮)।
জাহাঙ্গীর হোসেনের মেয়ের জামাই আবদুল জব্বার জানান, বৌবাজার এলাকায় তার শ্বশুরের চায়ের দোকান আছে। স্থানীয় মাসুম নামে এক ব্যক্তি প্রতিদিন ওই দোকান থেকে চা-পুরি খেয়ে টাকা দিতেন না। সকালে মাসুম দোকান থেকে চা-পুরি খেয়ে যাওয়ার সময় তার দুই শ্যালক ওই ব্যক্তির কাছে টাকা চায়। কিন্তু মাসুম টাকা না দিয়ে উল্টো পাশের দোকান থেকে একটি চাপাতি এনে তাদের কোপাতে থাকে। এক পর্যায়ে তার মা-বাবা তাদের বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে জখম করেন মাসুম।
তিনি আরও জানান, এ ঘটনার পর আহত অবস্থায় তাদের জাপান বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব