রাজশাহীর উন্নয়নের স্বার্থে গ্যাস সংযোগ পুনরায় চালু, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় চালুর দাবি জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। আজ রবিবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এর সাধারণ সম্পাদক জামাত খান, ডা. আবদুল মান্নান, দেবাশিষ প্রামাণিক দেবু, প্রকৌশলী ওমর ফার’ক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ