চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনোয়ার আশরাফ ওরফে আনোয়ার চৌধুরী নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আজ রবিবার সকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন বলেন, 'লাইফ ইন্সুরেন্স কর্মকর্তা নুর খালেক মাস্টারকে খুনের পর দেশে ছেড়ে পালিয়ে যায় আনোয়ার। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর দেশে ফিরে আনোয়ার। আজ রবিবার সকালে বিমানে করে সে ঢাকা থেকে চট্টগ্রাম আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।’
জানা যায়, ২০০৪ সালের ২ এপ্রিল ফটিকছড়ির কারবালা টিলা এলাকায় গোল্ডেন লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা নূর খালেক মাস্টারকে ছুরিকাঘাতে খুন করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে দুর্নীতির দায়ে আশরাফ হোসেন ও গোলাম মোস্তফা কালু নামের দুই কর্মকর্তাকে বরখাস্তের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। একই বছরের ২ অক্টোবর এ ঘটনায় চার্জশিট দেওয়া হয়। ২০০৯ সালের ১৬ জুন মামলার চার্জ গঠন হয়। ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালের ১৯ আগস্ট বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্লাহ আশরাফ হোসেনকে ফাঁসির আদেশ দেন। এ মামলার অপর আসামি গোলাম মোস্তফা কালুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ