ভিকারুন্নেসা নূন স্কুলের ছাত্রী অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে গাজীপুরের শ্রীপুরের এক বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে খবর, মো. জাহাঙ্গীর ও মো.ইয়াসিনকে গ্রেফতারের পর অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা ক্যাম্পাসের সপ্তম শ্রেণির ওই ছাত্রী গত ৪ জানুয়ারি কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে খিলক্ষেত এলাকার ক/১৯১ নম্বর কুড়িল ঘাটপাড়া মিয়া বাড়ির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিনই মেয়েটির বাবা আশরাফ উদ্দিন মেয়ের সন্ধান চেয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে, ওই ছাত্রী দাবি করেছে, জাহাঙ্গীরের সঙ্গে তার বিয়ে হয়েছে। তবে বিয়ের বিষয়ে তারা কোনো তথ্যপ্রমাণ তারা দিতে পারেনি। ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা