হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার অবৈধ ওষুধসহ ফয়সাল হকের (২৯) নামের একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংকক থেকে বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানিয়েছেন।
তিনি বলেন, ''রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বিমানবন্দরে নামার পর ফয়সালের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩৬ ধরনের অবৈধ ওষুধ উদ্ধার করা হয়, যার দাম প্রায় দুই কোটি টাকা।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ