পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পর এবার সিলেটে জঙ্গি তৎপরতার আশঙ্কা ব্যক্ত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বিকেলে সিলেটের বাদাঘাটে নির্মাণাধীন কারাগার পরিদর্শনে এসে তিনি এ আশঙ্কার কথা জানান।
অর্থমন্ত্রী মুহিত বলেন, সিলেটে জঙ্গিদের তৎপরতা রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এরা সুযোগ পেলে অঘটন ঘটাতে পারে। কোথাও জঙ্গি কর্মকান্ডের কোনো খবর পেলে তা পুলিশকে অবহিত করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, আগামী জুলাইয়ের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার বাদাঘাটে স্থানান্তর করা হবে। আর পুরনো কারাগারের স্থানে পার্ক নির্মাণ করা হবে। কারাগারের জন্য বাদাঘাট থেকে সিলেট শহরতলীর তেমুখী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, অর্থমন্ত্রীর ভাই ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ইমাম ও আলেম ওলামাদের সাথে মতবিনিময়কালে সিলেটে জঙ্গি হামলার আশঙ্কার কথা ব্যক্ত করেছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৬/ এস আহমেদ