বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক পবিবেশকে আবদ্ধ। আমাদের সভা-সমাবেশ মিছিল-মিটিং করতে হলে অনুমতি নিয়ে করতে হয়। এখন এদেশে অনুমতি নিয়ে গণতন্ত্র চালাতে হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করেছে এ সরকার। আমাদের ভোট, স্বাধীনতা ও গণতন্ত্রের দেওয়ার অধিকার ফিরিয়ে আনতে হবে।
তিনি আজ সোমবার বিকেলে রাজধানীর ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত “কলঙ্কিত ১/১১ সংবিধান ও গণতন্ত্রের দু:সময়ের কাল” শীর্ষক আলোচনা সভায একথা বলেন।
১/১১ কথা আজকে কোন গণমাধ্যমে প্রকাশ না হওয়ায় বিষ্ময় প্রকাশ করে ফখরুল বলেন, আমরা এমন একটা জানি সবচেয়ে ভয়াবহ দিনটিকে আমরা মনে করি না। এদিনটি ছিল সাংবিধানিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেশকে বিরাজনীতি করন করা। রাজনীতির শত্রুরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল হচ্ছে ওয়ান ইলেভেনের অবৈধ সরকার।
তিনি বলেন, ফ্যাঁসিবাদী সরকারকে বাধ্য করতে হবে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে। সরকারকে বাধ্য করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। আমরা জানি ফ্যাঁসিবাদী কোনো সরকারের বিরুদ্ধে লড়াই করাটা কঠিন। তারপরেও আমাদের গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখতে হবে। এটা আমাদের অস্থিত্ব ও বেঁচে থাকার লড়াই।
ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুন ইসলাম টিপু, ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন