বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে। টিআইবি’র আদলে গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়িয়ে মেলার উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস।
এ সময় জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান ও সনাক সভাপতি অধ্যাপক এম. মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্ধোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুই দিনব্যাপী মেলা উপলক্ষ্যে অশ্বিনী কুমার হলের সামনে সরকারী-বেসরকারী ১৬টি স্টল দেয়া হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠান এবং র্যালী ছাড়াও গতকাল প্রথম দিন আলোচনা সভা, প্রাতিষ্ঠানিক তথ্যভান্ডার উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আজ মেলার দ্বিতীয় দিন বিতর্ক প্রতিযোগিতা, প্রাতিষ্ঠানিক তথ্যভাণ্ডার উপস্থাপন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি, ২০১৬/ রশিদা