সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিককে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এস আই জিল্লুর রহমান ক্রসফায়ারে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা ১২টায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড অবরোধ করে রাখে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ডিবির এস আই জিল্লুরের অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার কারণে মহাসড়কে আটক পড়েছে কয়েক হাজার গাড়ি। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
সাভার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, গতকাল রাতে সাভারের নামা গেন্ডা এলাকার বাংলা ইটখোলার মালিক আসলাম মিয়ার তিন কর্মচারীকে গাঁজা দিয়ে আটক করে ডিবি অফিসে নিয়ে গিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন এস আই জিল্লু। পরে ইটভাটার মালিক সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিককে বিষয়টি অবহিত করলে আতিক ডিবি পুলিশের এস আই জিল্লুকে ফোন দিলে তিনি মোট এক লাখ বিশ হাজার টাকা দাবি করেন। পরে আতিক বিষয়টি প্রতিবাদ করলে মোবাইল ফোনে জিল্লু তাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে ডিবির এস আই জিল্লুর অপসারণের দাবিতে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।আধাঘণ্টা পরে পুলিশ এসে ডিবির এস আই জিল্লুর বিচারের আশ্বাস দিলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ছেড়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছাত্রীগের নেতা কর্মীদের বৈঠক হচ্ছে। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে এর অাগেও বিভিন্ন অভিযোগ রয়েছে ।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি, ২০১৬/ রশিদা