চট্টগ্রামে বিপুল ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জামসহ একজনকে আটক করেছে র্যাব। মহানগরীর পাঁচলাইশ থানার শোলকবহর আল মাদানী রোড়ের এ/পি বাসা নম্বর-১২১২/বি, ৬ষ্ঠ তলায় সোমবার রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে র্যাব।
আটক রাশেদ নিজাম (২৫) জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে।
র্যাব-৭ এর চাঁন্দগাঁও ক্যাম্পে মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের বিষয়টি জানানো হয়। জব্দকৃত এ সব সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান, সোমবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শোলকবহর আল মাদানী রোডে একটি বাসায় অভিযান চালায় র্যাব। ওই বাসা ঘেরাও করে বাসার ভেতরে দীর্ঘদিন ধরে চলে আসা ভিওআইপি ব্যবসার প্রমাণ মেলে। এ সময় এ অবৈধ ব্যবসায় জড়িত মো. রাশেদ নিজামকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৬/এস আহমেদ