চট্টগ্রামে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দুই ছিনতাইকারী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মামুন নামে এক ছিনতাইকারী নিহত এবং তিন জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানাধীন মিউনিসিপ্যাল মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। নিহত মামুন কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি নগরীর বাকিলয়া থানার বউ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ছিনতাইকারী চক্র হেলাল ও নাজিম গ্রুপ এক হয়ে নিউ মার্কেট এলাকায় ছিনতাই করত বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। সোমবার রাতে ছিনতাই করা টাকার ভাগাভাগি নিয়ে হেলাল ও নাজিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত মামুন, নেজাম, রুবেল এবং হানিফ নামে চার ছিনতাইকারী মারাত্বক ভাবে আহত হন। আহতদের মধ্যে মামুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাতেই নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন