সিলেটে খাদিম বিসিক শিল্প নগরীতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে মহানগর ৩য় আদালতে শুনানী শেষে তাদের রিমান্ড দেয়া হয় বলে জানিয়েছেন শাহপরাণ থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম।
তিনি জানান, জোড়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত খাদিমপাড়ার পংকী, রকি ও জামালকে গত রবিবার মহানগর হাকিম আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চেয়ে মহানগর হাকিম ৩য় আদালতে রিমান্ড আবেদন করা হয়েছিল। এর প্রেক্ষিতে আদালতের বিচারক ওই তিন আসামির একদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে সিলেটে খাদিম বিসিক শিল্পনগরীতে জোড়া খুনের ঘটনা ঘটে। ওইদিন রাতেই পংকী, রকি ও জামালকে আটক করে শাহপরাণ থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন