রাজধানীর রামপুরা এলাকা থেকে মানবপাচারের অভিযোগে নার্গিস আক্তার ওরফে নার্গিস জীবন (৫৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব।
আজ মঙ্গলবার রামপুরার ব্লক-এ এর ৭ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৩ সিপিএসসি এর স্কোয়াড কমান্ডার এএসপি আবদুল করিম জানান, এ সময় আটকের কাছ থেকে একটি পাসপোর্ট, ৯টি পরিচয়পত্র, ৪৬টি স্টিকার, চেক বই এর দুটি পাতা, ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র, একটি ট্রেড লাইসেন্স, ৩টি মোবাইল সেট, ৯টি মোবাইল সিমকার্ড ও ৪ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নাঈম প্রধান, সিপন সরকার ও মো. আকাশ নামে তিনজনের কাছ থেকে আটক নার্গিস সুইডেনে পাঠানোর কথা বলে ৩০ লাখ টাকা নেয়। এরপর তাদের তিনজনকে সুইডেনের ভিসাযুক্ত পাসপোর্ট দেয় নার্গিস। কিন্তু ওই তিনজন সুইডেন যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে সেখানের কর্তৃপক্ষ ভিসা জাল বলে জানায়।
র্যাব-৩ সিপিএসসি এর স্কোয়াড কমান্ডার জানান, আটক নার্গিসের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জের কালিকাবাড়ীর হাটের শ্রেণীখালীতে। তার বাবার নাম নুরুল ইসলাম হাওলাদার। আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন