নারায়ণগঞ্জ বন্দরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় বাসের চাপায় দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে গল্প করতে করতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার সূত্রাপুর থানার ১৭ নম্বর জাস্টিস লালমোহন দাস লেনের শংকর দত্তের ছেলে রানা দত্ত (১৮) ও কোতয়ালী থানার শাখারীবাজার এলাকার জয় (১৮)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহবুব প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই দুই যুবক গল্প করতে করতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বাস তাদের চাপা দেয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব