রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি-ডিভিডিসহ ৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর একটি দল।।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়ে এসব সিডিসহ তাদের আটক করা হয়।
বুধবার র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদ আলমের পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলিস্তানে অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল। এ সময় পাইরেসির হোতা সাগর ওরফে জনি চৌকিদার, ইউনি হারবালের মালিক হাকিমসহ ৯ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে ২৫ হাজার পাইরেটেড সিডি-ডিভিডি, দু’টি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ পাইরেসির বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব