কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ বুধবার রাত ৯টায় দুই ছেলে খন্দকার মাহবুব হোসেন ও খন্দকার মারুফ হোসেনকে সঙ্গে নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসায় যান তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ খালেদা জিয়ার বাসায় যান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসায় গিয়ে দলীয় প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান খন্দকার মোশাররফ হোসেন।
এরআগে খন্দকার মোশাররফ হোসেনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী সদস্য শামা ওবায়েদ ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন