বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার রাতে রাজধানীর স্কায়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্যটি নিশ্চিত করেন।
গত ৭ জানুয়ারি আর এ গনিকে এ হাসপাতালে ভর্তি করা হয়। পর দিনে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থানান্তর করা হয়।
ড. আর এ গনি বর্তমানে ডা. ওয়াহাবের তত্ত্বাবধানে আছেন। আর এ গণি বার্ধক্য জনিত কারণসহ নানা জটিল রোগে ভোগছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন