চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মহসিন কলেজ কর্তৃপক্ষ ছাত্রশিবিরকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এ ব্যাপারে দুই কলেজের অধ্যক্ষের মুঠোফোনের কললিস্ট যাছাই-বাছাই করলে তা সকলের কাছে পরিস্কার হয়ে যাবে বলে মন্তব্য করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ দুই কলেজ শাখা এ অভিযোগ করে।
লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম কলেজের ছাত্র কামরুল হুদা। এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু মুহাম্মদ আরিফ, কায়সার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, ছাত্রলীগ নেতা কামরুল পাভেল, সাইফুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, মো. মহিউদ্দিন, ওবায়দুল হক, মহসিন কলেজ নেতা মায়মুন উদ্দীন, ছাত্রলীগ নেত্রী ফারিয়া আকবর প্রমুখ।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের চলমান ৮ দফা দাবির পাশাপাশি দুই কলেজের অধ্যক্ষের অপসারণসহ জামায়াত শিবির ক্যাডারদের মদদপুষ্ট শিক্ষকদের অপসারণের দাবিতে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
নতুন কর্মসূচির মধ্যে আছে ১৬ জানুয়ারি চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও, ১৭ জানুয়ারি মহসিন কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও, ১৮ জানুয়ারি দুই কলেজের ক্যাম্পাস থেকে আবাসিক স্থাপনা উচ্ছেদে জনমত গঠনে ক্যাম্পাসের বাইরের চারদিকে চারটি পথসভা, ১৯ জানুয়ারি নগর ছাত্রলীগের উদ্যোগে ছাত্র জমায়েত ও সমাবেশ।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব