চট্টগ্রাম মহানগরীকে সবুজে ফেরাতে অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
প্রথমবারের মত পাঁচজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একযোগে পাঁচটি স্পটে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ছাড়াও আছেন আগ্রাবাদের সহকারী কমিশনার (ভূমি) হাসনাত মোরশেদ, চান্দগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন ও তামিম আল ইয়ামিন।
মোহাম্মদ রুহুল আমীন বলেন, অবৈধ বিলবোর্ড বিষয়ে কোনো ছাড় নয়। বৃহস্পতিবারের অভিযানে মোট ১২টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। একযোগে পাঁচ স্থানে অভিযান চালিয়ে নগরের সবুজ ফিরিয়ে আনা হবে।
জানা যায়, গত বৃহস্পতিবার প্রথম দিন রাত আটটা থেকে তিনটা পর্যন্ত টানা অভিযানে দেওয়ানহাট, লালখান বাজার, জিইসি, মুরাদপুর, অক্সিজেন, টাইগারপাস, বারিক বিল্ডিং, টাইগারপাস, ডিসি হিলসহ বিভিন্ন স্থান থেকে বড় আকারের বড় ১২টি বিলবোর্ড অপসারণ করা হয়। আজ শুক্রবার রাতেও একইভাবে অভিযান পরিচালিত হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন