রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে অজয় শীল (২৭) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় তার বাম পায়ের উরুতে গুলি লাগে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, সূত্রাপুর পাতলা খান লেনের একটি বাড়ির ছাদে অস্ত্রসহ সন্ত্রাসীরা অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা রাস্তায় নেমে এসে পুলিশ ভ্যান লক্ষ্য করে গুলি চালালে, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় চারজন পালিয়ে যায় এবং এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, ওই যুবকের কাছে থেকে একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন