ঢাকা জেলার কেরানীগঞ্জে এক স্বর্ণের কারিগরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝন্টু ঘোষ (২২) নামে ওই ব্যক্তি পৌষ মেলা থেকে সন্ধ্যায় বাসায় ফিরছিলেন, এমন সময় তার পেটে ছুরি দিয়ে জখম করা হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঝন্টুর বাবার নাম প্রফুল্লু ঘোষ। তাদের বাড়ি কেরানীগঞ্জের আঁটিবাজারে।
ঘটনা প্রসঙ্গে নিহতের স্বজনরা জানান, স্থানীয় জিয়ানগরে মালঞ্চ মাঠে জাকিরসহ ৪/৫ জন তাকে ছুরি মারে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন