বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন না দিলে দেশের চলমান সংকট থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগও রক্ষা পাবে না।
আজ শনিবার বেলা ১২টার দিকে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আসুন সংলাপের মাধ্যমে চলমান সংকট নিরসন করি। তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা