খুলনায় সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ফুলতলা জুট মিলের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর থেকে বালুভর্তি একটি ট্রাক ফুলতলা জুট মিলের সামনের এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান মারা যান। আহত হন আরো ৬ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ