রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস হানিফ এন্টার প্রাইজে অভিযান চালিয়ে দুইটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ তিতাস নামে এক যুবক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দুপুরে পুঠিয়া উপজেলার ভাঙা এলাকায় মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে অস্ত্র উদ্ধার ও তিতাসকে আটক করা হয়। তিতাস চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গা রামপুর গ্রামের নুরশেদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (খ) সার্কেলের পরিদর্শক মোস্তফা জামান জানান, এক যুবক অস্ত্র নিয়ে ওই বাসে যাচ্ছিলেন এমন সংবাদ তাদের কাছে আগেই ছিলো। পরে তারা পুঠিয়ার ভাঙা এলাকায় অবস্থান নেন। এ সময় হানিফ এন্টার প্রাইজ সেখানে উপস্থিত হলে তারা বাসটি থামিয়ে তল্লাশি চালান। বাসের যাত্রীদের মধ্যে তিতাসের গতিবিধি সন্দেহজনক ছিলো। পরে তার শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তার সিটের নিচে থেকে দুইটি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি পাওয়া যায়। তিতাস একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা