মশার কয়েলের ক্ষতিকর উপাদান থেকে বাঁচতে সরকার অনুমোদিত রাসায়নিক উপাদানের মাত্রা আছে কিনা তা মনিটরিং করতে হবে বলে মনে করছেন পরিবেশ আইনজীবী মনজিল মোরশেদ।
শনিবার ইডব্লিউএমজিএল কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'অনুমোদনহীন বিষাক্ত মশার কয়েল: স্বাস্থ্য ঝুঁকিতে ভোক্তারা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে পরিবেশ ঝুঁকি সম্পৃক্ত বলে উল্লেখ করে মনিজিল মোরশেদ আরও বলেন, উন্নত দেশগুলোতে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে রায়াসনিক উপাদান ব্যবহার করা হয় এবং উৎপাদনকারীরা তা মেনে চলে। কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা আদায়ের জন্য মাত্রারিক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করছে, যা আমাদের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে কয়েলসহ চায়না পণ্য আমদানি করা হয়। কিন্তু চীনারা এমন এক ধরনের ব্যবসায়ী, তাদের যে দামের পণ্য তৈরি করতে বলা হয়, তারা সেই দামের পণ্য তৈরি করে রফতানি করে। কিন্তু এতে যে স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সে বিষয়টা নিয়ে তারা চিন্তাই করে না। অথচ উন্নত দেশে এসব চীনা পণ্য পরীক্ষা করে প্রবেশ করানো হয়। ফলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে না।
অননুমোদিত মশার কয়েলের পাশাপাশি সরকার অনুমোদিত অনেক প্রতিষ্ঠান মাত্রারিক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করার অভিযোগ তুলে মনজিল মোরশেদ বলেন, 'আটা দিয়েও অনেকে মশার কয়েল উৎপাদন করছে।' এই অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদারকির আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাব'র চেয়ারম্যান গোলাম রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. শামসুজ্জামান, ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বি. জে. এএমএম সালেহ ভূইয়া, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ, জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এ কে এম মোস্তাফা হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, বিএসটিআই'র সহকারী পরিচালক মো. রিয়াজুল হক, র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন, গাইনোকোলজিস্ট ডা. নওশিন শারমিন পূরবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার, এসিআই লি. এর নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর, ঢাকা জেলার ভেজাল বিরোধী অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর মুহম্মদ আজিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/মাহবুব