সিলেটের দক্ষিণ সুরমার নুরজাহান কলেজের ছাত্রী লাকি বেগমকে এসিড নিক্ষেপের মামলায় এক যুবকের ১৪ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামী মো. লায়েক আহমদ (২৮) মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের বীরাহাম গ্রামের তবারক আলীর ছেলে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ দণ্ডাদেশ প্রদান করেন।
মহানগর দায়রা জজের পিপি মফুর আলী জানান, এসিড নিক্ষেপের মামলায় আদালত লায়েককে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আসামীকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় পিপি এডভোকেট মফুর আলীকে সহায়তা করেন জেলা জজ কোর্টের এডিশনাল পিপি শামসুল ইসলাম। আসামী পক্ষে ছিলেন এডভোকেট আবদুল খালিক।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে নুরজাহান কলেজের ছাত্রী ও বীরাহাম গ্রামের তৈমুছ আলীর মেয়ে লাকি বেগমকে এসিড নিক্ষেপ করে একই গ্রামের লায়েক আহমদ। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন