পরিচ্ছন্ন নগরী গড়তে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।
সিসিক পরিবারের সদস্যদের হাতে ঝাড়ু দেখে বসে থাকতে পারেননি স্থানীয় লোকজনও। পরিচ্ছন্নতার কাজে স্বত:স্ফুর্তভাবে অংশ নেন তারাও।
সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর ১নং ওয়ার্ডের আওতাধীন হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকায় এ দৃশ্য দেখা যায়।
১নং ওয়ার্ডে তিনদিন ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন- সিটি করপোরেশনের পক্ষে একা পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়। বাসযোগ্য পরিচ্ছন্ন নগরী গড়তে সবার সম্মিলিত প্রচেষ্ঠা প্রয়োজন। আমরা আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখলেই পুরো নগরী পরিচ্ছন্ন থাকবে। পরে সিসিক পরিবারের সদস্যরা স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের মধ্যে পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশ নেন- সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন